পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রশিদুল বারী, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে পলাশবাড়ী এস.এম. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো এবং কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। একই স্থানে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু ও কারু শিল্প এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য) অনুষ্ঠিত হয়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে উপজেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবসের আয়োজন সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.