মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ ( জামালপুর) প্রতিনিধি
আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ আলী, জেলা প্রশাসক, জামালপুর। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর এবং ডাঃ মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক উপমন্ত্রী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।
এছাড়াও বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, জামালপুর; বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, জামালপুর; বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর সদর উপজেলা কমান্ড।
অনুষ্ঠানে জেলার সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

