মুন্সীগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলানায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।
পুলিশ সুপার মো: মেনহাজুল আলম বলেন,
স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। সেই সকল বীর পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গের পাশে সবসময় থাকবে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
আলোচনা সভায় পুলিশ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের অনেক সদস্য তাদের স্মৃতিচারণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ।

