মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোস্তাকিম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিরামপুর উপজেলা প্রশাসন।
বুধবার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহ্মিনা সুলতানা নীলা বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বুজরূক বাইলশিরা গ্রামে আহত শান্তিরক্ষীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন।
এসময় ইউএনও তাহ্মিনা সুলতানা নীলা আহত বীর শান্তিরক্ষী মোস্তাকিম হোসেনের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন। তিনি বলেন, দেশ ও জাতির গর্ব হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি, মানবতা ও বিশ্ব শান্তি রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনের সময় আহত হওয়া আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বেদনাদায়ক।
আহত শান্তিরক্ষী মোস্তাকিম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তিনি জাতিসংঘের পতাকার নিচে শান্তি ও মানবতা রক্ষার মহান ব্রত নিয়ে সুদানের আবেই অঞ্চলে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ছিলেন। সম্প্রতি ওই মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় তিনি আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মোস্তাকিম হোসেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বুজরূক বাইলশিরা গ্রামের বাসিন্দা। তিনি এনামুল হকের পুত্র। পরিবারের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।
পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ইউএনও তাহ্মিনা সুলতানা নীলা সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, উপজেলা প্রশাসন সবসময় দেশসেবায় নিয়োজিত বীর সন্তানদের পাশে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.