ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যাকাণ্ডের অন্যতম আসামি জাফর মোল্যা (৪২)-কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-১০ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে উৎপল সরকার মাছ কেনার উদ্দেশ্যে অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো ইজিবাইকে আসা মুখোশধারী ৩-৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
দুর্বৃত্তরা প্রথমে অটোভ্যানচালক ফিরোজ মোল্লার হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে এবং তার কাছ থেকে অটোভ্যানের চাবি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ কেনার নগদ আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে উৎপল সরকারকে হত্যা করে এবং তার মরদেহ কালীতলা ব্রিজের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় নিহত উৎপল সরকারের বাবা বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৪, তারিখ-০৬/১২/২০২৫ খ্রি.) দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় তদন্তের স্বার্থে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা থেকে মামলার অন্যতম আসামি জাফর মোল্যাকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার তেতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্যার ছেলে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.