চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ সংলগ্ন দশমীপড়ার লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
তবে এই মৃত্যু রহস্য নিয়ে স্থানীয়দের মাঝে নানান গুঞ্জন উঠেছে। জানা গেছে, নিহত ব্যক্তি দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে কামাল উদ্দিন(৭৫)।
বুধবার (১৭ ডিসেম্বর) অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ পেয়ে দুপর ১ টায় দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তার পরিচয় সনাক্ত করে পরিবারের লোকজন। সে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে পিয়ন পদে চাকুরী করতেন বলে জানা গেছে।
তবে পরিবারের দাবী নিহত ব্যাক্তি কামাল উদ্দিন নিখোঁজের একদিন পর বুধবার দামুড়হুদা বাজার এলাকার পরিত্যাক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনসহ পিবিআই ও সিআইডির সদস্যরা।
এলাকাবাসী জানান, মৃত্যুটি রহস্য জনক। এবং মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তবে এ মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি মাঠে কাজ করছে।
তিনি আরো বলেন, মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.