মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বেতন বৃদ্ধির দাবি জানানোয় মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের সাবেক কর্মচারী মো. মোস্তাকিম।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে মো. মোস্তাকিম জানান, তিনি বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের বাসিন্দা এবং প্রায় নয় বছর ধরে আর.কে এন্টারপ্রাইজে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তার বিরুদ্ধে কখনো চুরি, অর্থ আত্মসাৎ বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো অভিযোগ ছিল না বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার পরিচালনায় বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা মালিকপক্ষকে জানানো হলেও তা উপেক্ষা করা হয়। পরে গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চাকরি ছাড়ার পর প্রতিশোধমূলকভাবে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মো. মোস্তাকিমের দাবি, খানসামা থানায় দায়ের করা ওই অভিযোগের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং অভিযোগের কোনো প্রমাণ না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয়। তবে এরপরও বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে ডাচ্-বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাংকিংয়ের ডিএসআর হিসেবে দায়িত্ব পালনকালে বীরগঞ্জ যাওয়ার পথে খানসামা ঘাটপাড় এলাকায় তাকে আটক করে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. মোস্তাকিম বলেন, অভিযুক্ত ব্যক্তি অতীতে রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে সম্পৃক্ত থাকায় সেই প্রভাব ব্যবহার করে তাকে ভয়ভীতি প্রদর্শন ও দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি মাদ্রাসা উন্নয়নের নামে অনুদানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদঘাটন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.