Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বকশীগঞ্জে–মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি আরও বলেন, ফামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের কৃষি কার্ডও প্রদান করা হবে যাতে করে সারের জন্য কোন কৃষককে হয়রানির শিকার না হতে হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা যা করতে পারব তাই বলি। আগামীতে জনগণের কল্যাণের জন্য কাজ করা হবে। তিনি আরও বলেন, আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ফিরতে পারবে না।

ইদানিং জামায়াত রোজা আর পূজা এক করে ফেলছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। দেশের ৯০ ভাগ মুসলমানদের বেজার করে জামায়াত ক্ষমতায় যেতে চায়। তাই আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন না।
তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবায়ের ইসলাম জুয়েল , বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলম সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপির মনোনীত এই প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।