আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
দেবহাটা উপজেলার ইছামতি টেকনিক্যাল কলেজের সামনে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সুশীলনের এপি ম্যানেজার মিল্টন সিংহ, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হতদরিদ্র মহিলা ও তাদের পরিবারকে ৬ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইউএনও মিলন সাহা এসময় বলেন, অনাবাদী ও আবাদি জমিতে এবং বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজেদের স্বাবলম্বী করা ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনার জন্য এই বীজ বিতরণ করা হচ্ছে। সকলকে এবিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.