Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডেভিল হান্টে আওয়ামীলীগের ১৪ জন গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ধামুইরহাট উপজেলার হযরতপুর গ্রামের বেনজির আহমেদ, পূর্ব চকপ্রাদ এলাকার রফিকুল ইসলাম, কাশিয়াডাঙ্গা এলাকার আল আমিন ও জাহানপুর এলাকার হেলাল হোসেন, সদর উপজেলার ভীমপুর এলাকার সিরাজ উদ্দিন ও নিন্দইল এলাকার জাহাঙ্গীর আলম, আত্রাই থানার কাসিয়াবাড়ি এলাকার মোকলেসুর রহমান, রাণীনগর উপজেলার চরকোনাই এলাকার সখিমুদ্দীন, বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের মিন্টু হোসেন ওরফে সকি, মহাদেবপুর উপজেলার চকগোড়া পূর্ব পাড়ার জালাল উদ্দিন, কর্ণপুর জোয়াদ্দার পাড়ার পূর্ণ চন্দ্র সাহা ও দক্ষিণওড়া গ্রামের মামুনুর রশিদ এবং পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবিনা বেগম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিলহান্ট টু ” পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ  নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।

জানা যায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ফেজ-২ নামক অভিযান ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২)” পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা হতে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলের সাথে সংযুক্ত মোট ১৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে  আইন-শৃঙ্খলা ভঙ্গসহ জনমনের অশান্তি সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের  অভিযোগ রয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।