তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা.কর্নেল(অব:)জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) উপজেলার রাউতি ইউনিয়নের শিমুলাটি শামুকজানি বাজার এলাকায় সকাল ৯টা থেকে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে নারী ও পুরুষ সহ তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন,হৃদরোগ,চর্মরোগ,গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা,প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দেন।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক ও যোগাযোগ সমস্যার কারণে নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। এই মেডিকেল ক্যাম্প তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন,এই ক্যাম্পের কারণে আমাদের এলাকার অনেক অসহায় মানুষ চিকিৎসা পেয়েছে। বড় শহরে গিয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে কষ্টকর। এমন একজন অভিজ্ঞ চিকিৎসক নিজে এসে সেবা দিয়েছেন।এতে আমরা খুবই আনন্দিত। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
ডা. কর্নেল (অব:)জেহাদ খানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবায় অংশগ্রহণ করেন ডা. ফয়সাল আহমেদ, ডা. আব্দুল্লাহ আল নুমান, ডা. মাহিন, ডা. রাতুল এবং গাইনোকোলজিস্ট ডা.রিমু। চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিক আচরণে রোগীদের মাঝে সন্তোষ লক্ষ্য করা যায়।
মেডিকেল ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ভূঁইয়া,সেক্রেটারি এম কে মাসুদ,সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন, রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি সেলিম রেজা, রাউতি ইউনিয়নের মাওলানা তাজুল ইসলাম, ধলা ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন, সাবেক সভাপতি খায়রুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের আয়োজন তাড়াইল উপজেলায় প্রশংসিত হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেক্ষ্য,ডা.কর্নেল (অব:) জেহাদ খান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ-তাড়াইল) এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

