মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের খানসামা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে খানসামা বাজার সুপার মার্কেট কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৫৭টি ভোটের মধ্যে সভাপতি পদে আসাদুজ্জামান আসাদ ৪১টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৬টি ভোট।
সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম ৩৫টি ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিকাশ চন্দ্র পেয়েছেন ২০টি ভোট। এ পদে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হানিফ ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক পদে সোনা উদ্দীন ৩৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ২০টি ভোট। এ পদেও ২টি ভোট বাতিল হয়।
অর্থ সম্পাদক পদে জানিক ইসলাম ৩৮টি ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ পেয়েছেন ১৯টি ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে আশেক আলী এবং কার্যকরী সদস্য হিসেবে শুকুর আলী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন মিজানুর রহমান ও আব্দুল মান্নান। ভোট গণনা শেষে তাঁরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনা বিজয়ীগণ।

