আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার টংগিবাড়ি বাজার এলাকায় মনিটরিং কালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার দায়ে দেবনাথ ফার্মেসি তে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ই ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় মনিটরিং কালে এ জরিমানা করা হয়।
এসময় ফার্মেসি টির মালিক সুশান্ত দেবনাথ কে প জরিমানা পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে সংরক্ষণ ও প্রদর্শন না করবার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.