একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রবাসী ও অভিবাসীদের উন্নয়ন, দেশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC), সুনামগঞ্জের যৌথ আয়োজনে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি রিক্রুটিং এজেন্সি ‘বোয়েসেল’ এর মাধ্যমে নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ করে জাপান গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারীদের মাঝে বিশেষ ক্রেস্ট ও সম্মাননা চেক প্রদান করা হয়।
আর্থিক সহযোগিতা: লিবিয়া ফেরত কর্মী আরিফ মিয়াকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে ৭৫,০০০ টাকার চেক প্রদান করা হয়।
সচেতনতামূলক আলোচনা: প্রবাসী কল্যাণ ব্যাংক ও ওয়েজ আর্নার্স কল্যাণ সেন্টারের কর্মকর্তারা বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের শ্রম বাজার সম্পর্কে অবগত হওয়া এবং ঋণ পরিশোধের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। রেইজ (RAISE) প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণ ও কর্মসংস্থানের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।
এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

