ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি উপস্থাপন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অন্যন্যা।
এসময় বক্তব্য দেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম, সেক্রেটারি জেনারেল এরশাদুল হক এবং ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম।
এছাড়াও খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

