Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ভবদহের শতবর্ষী গাউটে পূজা মেলায় সপ্তাহব্যাপী সম্প্রীতির উৎসব

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
ডিসেম্বর ১৮, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া রাজবংশীপাড়া কালিমন্দির চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গাউটে পূজা মেলা। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হলেও ভবদহ এলাকার হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায়।

প্রতিদিন বিকেল চারটা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই মেলায় মন্দিরের সামনে নির্মিত বিশাল প্যান্ডেল ও সজ্জিত মঞ্চে ধর্মীয় সংগীতের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। কবিতা আবৃত্তি, নাটক ও প্রতিরাতে যাত্রাপালার আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। প্রচণ্ড শীত উপেক্ষা করেও প্রতিদিন শত শত মানুষ মেলায় ভিড় করছেন।

মন্দির চত্বর ছাড়িয়ে তিনভেন্ট স্লুইচগেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কের দু’পাশে বসেছে কয়েকশ দোকান। এসব দোকানে খাবার, শিশুদের খেলনা, পোশাক, জুতা-স্যান্ডেল, প্রসাধনী সামগ্রী, কাঠের তৈরি আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া নাগরদোলা, দোলনা, পুতুল নাচ ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রয়েছে।

শ্রীহরি নদীর তীরে মেলা হওয়ায় মনিরামপুর, অভয়নগর ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সাঁকো পার হয়ে মেলায় আসছেন। পাশাপাশি কেশবপুর ও ফুলতলা উপজেলার দর্শনার্থীদের উপস্থিতিতেও প্রতিদিন মেলা জমে উঠছে।

মেলা আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শংকর মণ্ডল বলেন, শতবর্ষী গাউটে পূজার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই সপ্তাহব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দ উপভোগ করেন। কমিটির সাধারণ সম্পাদক অমিত কুমার সরকার জানান, জলাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও ভবদহ এলাকার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই মেলা তাদের জন্য কিছুটা আনন্দের উপলক্ষ।

স্থানীয় ঘের মালিক হরিচাঁদ মল্লিক বলেন, মেলায় কখনো আইনশৃঙ্খলার অবনতি ঘটে না। হিন্দু-মুসলিমের মধ্যে চমৎকার সম্প্রীতি বিরাজ করছে। মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আক্তার ফারুক মিন্টু জানান, প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাশ্রমে মেলার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, এখন পর্যন্ত মেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্প্রতি মেলা পরিদর্শনে যান যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, শুধু ভবদহ নয়, সমগ্র মনিরামপুর এলাকাতেই হিন্দু-মুসলিম সম্প্রীতির যে দৃষ্টান্ত রয়েছে, গাউটে পূজা মেলা তারই উজ্জ্বল উদাহরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।