রাজু দত্ত, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের একটি চা বাগান হাসপাতালে ডাক্তারের অবহেলায় দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ চা শ্রমিকরা কাজ বর্জন করে বিক্ষোভ মিছিল ও চা কারখানা ঘেরাও করেন।
জানা গেছে, আলীনগর চা বাগানের দেওয়াল টিলা এলাকার বাসিন্দা সুকুমার নায়েকের অসুস্থ দুই মাস বয়সী শিশুকে গত বুধবার (১৭ ডিসেম্বর) ডানকান ব্রাদার্স পরিচালিত আলীনগর চা বাগান হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না থাকায় শিশুটির বাবা বাইরে থেকে ওষুধ সংগ্রহ করে আনতে বাধ্য হন। পরে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ক্যামেলিয়া ডানকান হাসপাতালে স্থানান্তরের অনুরোধ জানানো হয়।
কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুকর্ণা প্রীতি ঊষা কালক্ষেপণ করায় শিশুটিকে সময়মতো অন্য হাসপাতালে পাঠানো হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। এর ফলে রাত আনুমানিক ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আলীনগর চা বাগানের শত শত চা শ্রমিক কাজ বর্জন করেন। প্রথমে তারা চা বাগান হাসপাতাল ঘেরাও করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে চা কারখানার সামনেও অবস্থান নেন। এ সময় শ্রমিকরা চিকিৎসকের অবহেলার বিচার দাবি করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। তাঁর নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রত্যাহার, ঘটনার তদন্তে কমিটি গঠন এবং মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলে বেলা ২টার দিকে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

