Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে প্রতিবাদ মিছিল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় এবং বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাসী তৎপরতার অভিযোগ তুলে ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোট।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর সামসুর রহমান সড়কে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা ভারতের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসীদের আশ্রয় বন্ধের দাবি জানান। এ সময় কমিশন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে এবং সেই হত্যাকাণ্ডে জড়িতদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। তাদের ভাষ্য, এই আশ্রয়দানের পরিণতি শুভ হবে না এবং বাংলাদেশের ওপর কোনো ধরনের আধিপত্য বা তাঁবেদারি আর মেনে নেওয়া হবে না। বক্তারা দাবি করেন, হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামের পথ দেখিয়েছেন এবং তার রক্ত বৃথা যাবে না।

বক্তারা আরও বলেন, ভারতের রক্তচক্ষুতে তারা ভয় পান না। বাংলাদেশের দিকে আগ্রাসী দৃষ্টিতে তাকানো হলে তার প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা নগরীর রয়েল মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে একটি মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান নেওয়ার পর বিকেল পৌনে ৫টার দিকে মিছিল সহকারে আবার রয়েল মোড়ে ফিরে গিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।