Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তারাবুনিয়ার ডা. সেলিনা সুইটি

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি

টিউলিপ হাসপাতাল মানবসেবার এক মহান লক্ষ্য নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অন্যতম।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসা সেবা অনেক সময়ই অপ্রাপ্য হয়ে থাকে। স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার হলেও অনেক সময় আর্থিক অক্ষমতার কারণে তা অনেকের জন্য অধরা থেকে যায়।

এই বাস্তবতা উপলব্ধি তারাবুনিয়ার মোঃ সিরাজ মাল এর মেয়ে ডা. সেলিনা সুইটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে, যেখানে আর্থিকভাবে অসচ্ছল মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করা। অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না।

এই ক্যাম্পের মাধ্যমে তাদের পাশে দাঁড়ায় এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করে।

এই ক্যাম্পের মাধ্যমে টিউলিপ হাসপাতালের সৌজন্যে ডা. সেলিনা সুইটি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, সাধারণ রোগের চিকিৎসা করতে, এবং রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্ত পরিক্ষা, ডায়বেটিস পরিক্ষার সেবা সেবা বিনামূল্যে প্রদান করে। ক্যাম্পগুলোতে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে বিশেষজ্ঞ পরামর্শও প্রদান করা হয়, যা দরিদ্র মানুষদের জন্য এক বিশাল সহায়তা।

সেবা সমূহের মধ্যে রয়েছে, ক্যাম্পে আসা রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যেমন রক্তচাপ, রক্ত পরিক্ষা , ডায়াবেটিস পরীক্ষা, ইত্যাদি।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন, ডা. মেজর (অব.) শামীম-আল-মামুন
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন-এফপি), গ্রেডিং ইন মেডিসিন (এএফএমআই) মেডিসিন বিভাগ, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ডা. শুভ চক্রবর্তি এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রা) এমআরসিপি
ডা. সেলিনা আক্তার সুইটি এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা), গাইনী ও প্রসুতি রোগে অভিজ্ঞ।
আহমেদ মেহেদি হাসান এমবিবিএস (ঢাকা), সি.সি.ডি, (বারডেম) সিএমইউ (আল্ট্রা) মা ও শিশু রোগে অভিজ্ঞ।

আরো উপস্থিত ছিলেন নাহিদ ফয়সাল সিইও
টিউলিপ হাসপাতাল। যারা বিভিন্ন ধরনের রোগের জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে শিশু রোগ, গাইনি, চর্মরোগ, এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা। রোগীদের সঠিক চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁদের পরামর্শ প্রদান করেন।

বিনামূল্যে ওষুধ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। যারা ওষুধ কেনার সামর্থ্য রাখেন না, তাদের জন্য এই ক্যাম্প একটি বড় সুযোগ। সাধারণ স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি, জ্বর, ডায়াবেটিস, এবং অন্যান্য রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

টিউলিপ হাসপাতাল বিভিন্ন অঞ্চল বিশেষ করে গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্প পরিচালনার জন্য একটি দল গঠন করা হয়, যেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় সহযোগীদের সমন্বয়ে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়।

রহিমা নামক এক ব্যাত ব্যাথার রুগী বলেন আরো এমন মেডিকেল ক্যাম্পে গেছিলাম কেউই ঔষধ দেয় না। সুইটি আমাগো এলাকার মেয়ে আমাগো ঔষধ দিছে। সুইটির জন্য দোয়া করি।

ডা. সেলিনা আক্তার সুইটি বলেন, ডাক্তার একটি মহান পেশার নাম। আধুনিক চিকিৎসা সেবা পত্যেকের অধিকার তারাবুনিয়ার জনসাধারণের এই অধিকারের কথা মাথায় রেখে আমার নিজ গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আজকের এই আয়োজন। আমরা আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি আগামীতে এমন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।