যশোর প্রতিনিধি
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার মধ্যরাতে যশোরের রেলগেট এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ২০২৪ সালের পর আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর থেকে পলাতক থাকা অবস্থায় অস্ত্র মামলায় হাজিরা দিতে সে এলাকায় অবস্থান করছিল। এছাড়া সে বেনাপোল মেয়র মার্কেটে একটি মারামারি মামলার ১ নম্বর আসামি।
ডিবি পুলিশ জানায়, আকুল হোসেন এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগসমূহ যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুল হোসেনকে আটক করা হয়েছে।

