Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারের সরঞ্জাম অপসারণ

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পপুলার কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, উক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও ড্রেজার পাইপলাইন জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না।

পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ড্রেজার মেশিন ও পাইপলাইন অপসারণ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।