আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কটুরাকান্দি গ্রামে যাতায়াতের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের একজনের মাথা ফেটে গুরুতর জখম হয়েছে। এছাড়া স্বর্ণালঙ্কার ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে।
ঘটনার শিকার ফুল মিয়া (৪৪), যিনি পেশায় একজন ইজিবাইক চালক, আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, প্রতিবেশী জাকির শেখ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বসতবাড়ি থেকে যাতায়াতের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায়ই তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে ফুল মিয়া বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হওয়ার সময় বিবাদীরা পথ বন্ধ করে দেন। বাধা দেওয়ায় জাকির শেখ, তামিম শেখ, আকাশ শেখ ও রত্না বেগমসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে হামলা চালান।
এ সময় ফুল মিয়ার পুত্রবধূ কাকলী বেগম বাধা দিতে এলে তামিম শেখ কাঠের চৌকাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন, ফলে তিনি গুরুতর আহত হন। একইভাবে ছেলে সুমন শেখ এগিয়ে আসলে জাকির শেখ বাঁশের লাঠি দিয়ে তার মুখে আঘাত করেন, যাতে রক্তাক্ত জখম হয়।
হামলার একপর্যায়ে রত্না বেগম কাকলী বেগমের গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেন। আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান এবং মামলা করলে খুন করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন।
আহত ফুল মিয়া, সুমন শেখ ও কাকলী বেগম আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.