জামালপুর প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বিকেলে শহরের গেইটপাড়া এলাকায় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
প্রথমে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। এ সময় গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ করে সকল যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষুব্ধরা মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং গেইটপাড়ায় গিয়ে অবস্থান নেন। সেখানে ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-সরিষাবাড়ী রেলপথ এবং প্রধান সড়ক অবরোধ করা হয়।
বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা আটকে থাকে।
অবরোধ চলাকালে এনসিপি নেতা শামীম, আবিদ সৌরভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসান, ছাত্র অধিকার পরিষদের মাহমুদুল হাসান বিবেক, ইসলামী ছাত্র আন্দোলনের আল আমিন রুহানীসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিরা নির্বিঘ্নে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। হাদির খুনিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। ভারতে পলাতক সকল খুনি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের ফিরিয়ে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং অবিলম্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে।
ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে অবরোধ তুলে নেন ছাত্র-জনতা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর খবরে দেশজুড়ে বিক্ষোভ চলছে।

