Nabadhara
ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগে ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

Bayzid Saad
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা, ‌নৌকা মার্কার প্রার্থী ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খানকে লাঞ্ছিত এবং ইভটিজিং এর মতো দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

রোববার রাতে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ আল-আমিন, যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার ও সদস্য শান্ত ইসলাম সোভন।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু নবধারা কে বলেন, তাদের বিরুদ্ধে ইউনিয়ন নির্বাচনে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, নৌকা মার্কার প্রার্থী নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খানকে লাঞ্ছিত এবং মেয়েদের ইভটিজিং এর অভিযোগ ছিল।জেলা ছাত্রলীগ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে অব্যাহতিপ্রাপ্ত তিন নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।