ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৭১/০২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি মেহগনি বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে ২৯ বোতল ভারতীয় ‘উইন সেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) ভোর আনুমানিক ৪টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি সীমান্ত পিলার ৬২/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের নূর উদ্দিন হোসেনের বাঁশবাগানে আরেকটি অভিযান পরিচালনা করে।
হাবিলদার মোঃ শাহীন মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

