Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৭১/০২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি মেহগনি বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে ২৯ বোতল ভারতীয় ‘উইন সেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) ভোর আনুমানিক ৪টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি সীমান্ত পিলার ৬২/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের নূর উদ্দিন হোসেনের বাঁশবাগানে আরেকটি অভিযান পরিচালনা করে।

হাবিলদার মোঃ শাহীন মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।