Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে উপজেলা প্রশাসনের গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং

MEHADI HASAN
জানুয়ারি ২১, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১২টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ প্রেস ব্রিফিং করেন।

এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী ১৭ পরিবারের নামের তালিকা প্রকাশ করেন।

তিনি বলেন, “উপজেলার ভূমিহীন ও গৃহহীন মিলিয়ে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরসহ সংশ্লিষ্ট কমিটি মোট ৪৪১টি নামের তালিকা প্রদান করেন, উক্ত তালিকা জাছাই বাছাই করে মন্ত্রনালয় পাঠানো হয়। সেখান থেকে প্রথম পর্যায়ে ১৭টি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। বাকী ক ও খ তালিকায় যাদের নাম রয়েছে পর্যায়ক্রমে তারাও প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক পাঁকা ঘর পাবেন।”

এসময় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ নিজাম উদ্দীন, ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, অর্চনা দেবী বড়াল ঝর্ণা, ওয়াহিদুজ্জামান কাকা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রেস ব্রিফিংএ চিতলমারীতে কর্মরত স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।