নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশের তৃণমূল ফুটবলের বিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে শুরু হতে যাচ্ছে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫। দেশের সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের নিয়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে নোয়াখালীর শহিদ ভুলু স্টেডিয়ামে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই লীগের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল, যার মধ্যে বিকেএসপির দলও রয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার দুপুর দেড়টায়।
আয়োজক সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব-১৫ পর্যায়ে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা এবং ভবিষ্যৎ জাতীয় দলের জন্য শক্ত ভিত্তি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাফুফে কর্মকর্তারা বলেন, এই লীগ থেকেই উঠে আসবে আগামীর জাতীয় দলের খেলোয়াড়, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
চূড়ান্ত পর্বকে ঘিরে খেলোয়াড়, কোচ ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
ক্রীড়ামোদীরা আশা করছেন, এই লীগের মাধ্যমে বাংলাদেশের ফুটবলে নতুন তারকার আবির্ভাব ঘটবে। সব মিলিয়ে, ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ তরুণ ফুটবলারদের প্রতিভা প্রমাণের এক বড় মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.