Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইলেকট্রিক শক দিয়ে পদ্মায় মাছ শিকার, জনতার হাতে আটক ৩

আবিদ হাসান, মানিকগঞ্জ
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবিদ হাসান, মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ইলেকট্রিক শক ব্যবহার করে মাছ শিকারের সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উপজেলা মৎস্য অফিসে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের ইব্রাহিম শেখ ও সাইফুল শেখ এবং পাবনা জেলার আমিনপুর থানার ডালারচর গ্রামের কাউছার সরদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক ছুবনি/ছিপি, ১২ ভোল্টের তিনটি ব্যাটারি, ২৬৮০০০০ ওয়াট ক্ষমতার একটি ইনভার্টার/আইপিএস এবং দুটি ফগ লাইট জব্দ করে থানার জিম্মায় দেওয়া হয়েছে। ইঞ্জিনচালিত ট্রলারটি ভাড়ায় চালিত হওয়ায় সেটি জব্দ তালিকা থেকে বাদ দেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে কিছু জেলে ব্যাটারি ও ইনভার্টারের মাধ্যমে উচ্চ ভোল্টেজ তৈরি করে ইলেকট্রিক ছিপি/ছুবনি ব্যবহার করে নিয়মিত মাছ শিকার করছিল। এ পদ্ধতিতে ছুবনি পানিতে প্রবেশ করালে প্রায় ৩০ থেকে ৪০ মিটার এলাকায় পানির নিচের সব প্রাণী মারা যায়। পরে ভেসে ওঠা ছোট-বড় সব মাছ সংগ্রহ করে বিভিন্ন আড়ৎ ও বাজারে বিক্রি করা হতো।

রোববার সকালে আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে মাছের আড়তে ইলেকট্রিক শক দিয়ে ধরা মাছ বিক্রির সময় স্থানীয়রা চারজনকে ধাওয়া করে। এ সময় একজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়।

হরিরামপুর উপজেলা মৎস্য অফিসের ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মুস্তাফিজুর রহমান বলেন, “ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের সহযোগিতায় আজ তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বিসরাত হোসেন জানান, মৎস্য অফিসের প্রতিবেদন দাখিলের পর মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য আইন অনুযায়ী দুইজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত সব সরঞ্জাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।