গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরস্থ কেরাতুল কুরআন মডেল একাডেমি আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ও হাফেজাদের পাগড়ী, হিজাব ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জামিয়া মুহসেনিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা এমদাদ হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক হাফেজ মিরাজুল ইসলাম, হাফেজ আসাদুল্লাহ, শিক্ষক হাফেজ ইব্রাহীম, মাওলানা এমদাদুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা কুরআনের হাফেজদের মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে বলেন, হাফেজ ও হাফেজারা জাতির জন্য সম্পদ। তাদের আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে উঠলে সমাজ উপকৃত হবে।
অনুষ্ঠান শেষে হাফেজ মো. রোহান খান, হাফেজ মো. সুলাইমান ও হাফেজ মো. তাহমিদ ইসলামকে পাগড়ী ও ক্রেস্ট এবং হাফেজা তানজিল ইসলাম রতনা ও হাফেজা নাবিলা সিদ্দিকাকে হিজাব ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.