বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শাহজাহান পারভেজ শাহীন, প্রেসক্লাব সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি গাজী মোস্তফা এবং প্রেসক্লাব সদস্য ও দৈনিক আমাদের বাংলার প্রতিনিধি রাসেল রানা।
এছাড়াও বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম ও উপপরিদর্শক মনজরুল ইসলাম ওসি মকবুল হোসেনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় ওসি মকবুল হোসেন প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে বকশীগঞ্জ থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

