নোয়াখালী প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা শনিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বক্তারা শহীদ ওসমান হাদীকে এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ হিসেবে স্মরণ করেন। তারা তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানাযার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক বঙ্গবন্ধু চত্তরকে ‘ওসমান হাদী চত্তর’ হিসেবে ঘোষণা করেন জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এ সময় তারা মুজিব বাদ মুর্দাবাদসহ বিভিন্ন শ্লোগান প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.