জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলায় চলতি রবি (বোরো) মৌসুমে ৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যে কৃষকরা মাঠে নেমে পড়েছেন এবং বোরো আবাদ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
প্রতি বছর অক্টোবর মাস থেকে রবি মৌসুম শুরু হয়। এ বছরও নির্ধারিত সময় অনুযায়ী কৃষকরা জমি প্রস্তুত, বীজতলা তৈরি ও ধান বপনের কাজ এগিয়ে নিচ্ছেন। অনেক কৃষক ইতোমধ্যে জমিতে চারা রোপণ শুরু করেছেন। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার আওতায় কৃষকদের প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ জানান, রবি মৌসুমে রাজস্ব (বোরো) খাতের আওতায় ৩০টি প্রদর্শনীর জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া পারিবারিক পুষ্টি বাগান কর্মসূচির আওতায় ৩০ জন কৃষককে সার, বীজ, চারা, নেট ও ঝাঁঝরি প্রদান করা হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায় ৩৫ জন কৃষককে (৭টি প্রদর্শনী) সার, বীজ ও ড্রাম দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো চাষে ৭০০ জন এবং উফশী বোরো চাষে ৪৫০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৬২০ জন কৃষককে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে মুগ ডাল ৩০ জন, পেঁয়াজ ২০ জন, সূর্যমুখী ১০০ জন, সরিষা ১৫০ জন, গম ৩০ জন এবং সবজি চাষে শসা ১২০ জন, বেগুন ১২০ জন ও লাউ ৮০ জন কৃষক রয়েছেন। এছাড়া বসতবাড়ির আঙিনায় সবজি চাষে ২৫০টি পরিবারকে প্রণোদনা দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা জানান, এসব সহায়তা সঠিকভাবে বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন, পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকায় নিয়মিত তদারকি করছেন।
তিনি আরও বলেন, রবি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সার ও কীটনাশকের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কৃষকদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি কৃষকরা লাভজনক ফসল উৎপাদনে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.