আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের সাথে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ ডিসেম্বর, ২৫ ইং তারিখ সকাল সাড়ে ১১টায় দেবহাটা থানার ওসির অফিস রুমে উক্ত মতবিনিময় সভাটি হয়। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা চালু রাখা ও সকল নাগরিকের সবধরনের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ সর্বদা তৎপর ও দুষ্কৃতকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত আছে বিষয়টি নিশ্চিত করে সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, নিজেদের সাথে সাথে দেশের নিরাপত্তা রক্ষার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
কোন অপরাধী অপরাধ করলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করে ওসি বলেন, অপরাধীদের কোন দল নেই অন্য কোন পরিচয় নেই।
তাদের একটাই পরিচয় তারা অপরাধী, তাই কোন ধরনের বিশৃঙ্খলা বা অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা।
উক্ত মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, এসআই তন্ময় সাহা, এএসআই মাহবুব হোসেন, এএসআই লিয়াকত আলী, দেবহাটা বাজার দূর্গা পূজা মন্দিরের সভাপতি ঝন্টু দে, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, দিপঙ্কর ঘোষসহ উপজেলার ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.