আমিনুল ইসলাম, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রাজশাহী (-৫) সাবেক এমপি এ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য পুত্র জুলফার নাঈম মোস্তফা (বিস্ময় ) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
সময়ে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, এসএম আকবর আলি বাবলু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল , পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন শেখ , পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ড সাবেক কমিশনার শ্রী সুনীল চন্দ্র প্রামাণিক সাধারণ সম্পাদক
আরমান কবির সুজন, দুর্গাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি ইন্জিনিয়ার কাউছার আহমেদ দূর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন , পুঠিয়া বিএনপি নেতা পলান সরদার পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোদা বাবু ।
এসময়ে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুর পুঠিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক এমপি এ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য পুত্র জুলফার নাঈম মোস্তফা (বিস্ময় ) কে দলীয় মনোনয়ন দিবেন বলে আশাবাদী সাধারণ মানুষ।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলেন দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসতুরা আমিনা বলেন, দুর্গাপুর উপজেলায় মোট ৬৪ টা কেন্দ্র ভোটকেন্দ্রে বুথেট সংখ্যা ৩৪১ টি।
সবগুলোই মোটামুটি নিরাপদ পদক্ষেপ নেওয়া আছে, এবং কোথাও কোন প্রকার বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা নেই, এবং সকল ভোটকেন্দ্র প্রশাসনের নজরবন্দী থাকবে, নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রশাসক কাজ করছে ও করবে। নির্বাচনী এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

