মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ হীড বাংলাদেশের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাংবাদিকরা মিলিত হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম স্বাগত বক্তব্যে নতুন কমিটির কর্মপরিকল্পনা ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ক্লাবের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি শ্যাম কান্ত সিংহ বলেন, “একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, এটি সমাজ সংস্কারের শক্তিশালী হাতিয়ার।”
অনুষ্ঠানে অভিষেক উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘স্বপ্নের ঠিকানা’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকায় কমলগঞ্জের সাংবাদিকতার ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপট সংকলিত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু ও জাতীয় সাংবাদিক বিশ্বজিৎ রায়। তারা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে সভাপতি আসহাবুজ্জামান শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কমলগঞ্জকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। এই আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের নতুন পথচলা আরও এক ধাপ সমৃদ্ধ হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.