আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ নৌযান ফেডারেশনের সদস্য ও বিশিষ্ট নাবিক নেতা লিয়াকত হোসেন মাস্টারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজারে স্থানীয় কুচিয়াগ্রাম নাবিক ঐক্য পরিষদ-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা মরহুম লিয়াকত হোসেন মাস্টারের বর্ণাঢ্য কর্মজীবন ও নৌখাতে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলফাডাঙ্গা আদর্শ নাবিক বহুমুখী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার বলেন, “লিয়াকত হোসেন মাস্টার ছিলেন নাবিক সমাজের একজন নির্ভীক কণ্ঠস্বর। নাবিকদের ন্যায্য অধিকার আদায় এবং নৌখাতের উন্নয়নে তিনি আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার সততা, নেতৃত্ব ও ত্যাগ নতুন প্রজন্মের নাবিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন আবু তাহের মাস্টার, সাধারণ সম্পাদক মো. আফসার মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ইরান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম ও স্থানীয় ইউপি সদস্য মকিবুল হোসেন। বক্তারা মরহুমকে একজন আদর্শবান, মানবিক ও সংগঠক হিসেবে স্মরণ করেন এবং তার অকাল মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলার নাবিক সমাজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
আলোচনা সভার পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন মাস্টার ৮ নভেম্বর স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.