ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার বাবার মতো স্বতন্ত্র হয়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—এটা সময়ই বলে দিবে।”
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা দারগাবাড়ি মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “১৯৭৩ সালে আমার বাবা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না, বাপের মতো মেয়েরও কপাল কি না। বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—এটা সময়ই বলে দিবে। তবে স্বতন্ত্র হয়লেও আপনার বাপ-চাচারা ভুল করেননি। তারা আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে ভোট দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আমাদের দেশনেত্রী বিএনপির অভিভাবক বেগম খালেদা জিয়া জীবন দিয়েছেন, আপোষ করেননি। নিজের শরীরে হাজারটা অসুখ রেখে একা লড়াই করেছেন, তবু স্বৈরাচারী হাসিনার সঙ্গে আপোষ করেননি।”
সভায় সভাপতিত্ব করেন সৈয়দটুলা গ্রামের বিশিষ্ট সর্দার মালু মিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ।
উল্লেখ্য, বিএনপি এখনো এ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

