বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় রুপি সহ মো. আসাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে ৩৫ বিজিবির সদস্যরা।
আটকৃত মো. আসাদ ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগ্রামের আবু হোসেনের ছেলে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী সাতানী পাড়া এলাকার ১০৮৬ পিলারের কাছে তাকে আটক করা হয়।
আটকের সময় ভারতীয় ১৮ হাজার রুপি উদ্ধার করে সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা।
জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া বিওপি সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে ভারতীয় রুপি পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সাতানী পাড়া বিওপির বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে টহল দল অভিযান পরিচালনা করেন।
এক পর্যায়ে ভারতীয় রুপি বহনকারী মো. আসাদকে আটক করা হয়। এসময় নগদ বাংলাদেশী ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আটকের পর রাতেই মো. আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করেছে সাতানী বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.