একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নিখোঁজ কিশোর মারজান মিয়ার (১৫) কঙ্কাল উদ্ধারের পর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
ধানক্ষেতে পাওয়া একটি ‘রক্তমাখা ভাঙা কাঁচি’ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে এই ঘটনায় জড়িত এক শিশুকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত (২৯ সেপ্টেম্বর) নিখোঁজ হয় মারজান। দীর্ঘ আড়াই মাস পর গত রবিবার
(১৪ ডিসেম্বর) সুনামগঞ্জ সদরের রাউটিয়া বিলের একটি ধানক্ষেত থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়।
পাশে পড়ে থাকা পোশাক দেখে তাকে শনাক্ত করে পরিবার। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, মারজানকে হত্যার পর তার মরদেহ গুমের চেষ্টা করা হয়।
আটককৃত শিশুটি ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

