শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী–ফকিরহাট–মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কপিল কৃষ্ণ মণ্ডল তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি মুঠোফোনে নবধারা-কে জানান।
তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
এর আগে গত কয়েকদিন ধরে হাট–বাজার, চায়ের দোকানসহ সর্বত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন—এ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.