আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলেন—ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার,কুলিয়ারচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া,যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম,ছয়সূতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন,ফরিদপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরীফ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, শনিবার রাতে গ্রেফতার হওয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়াকে রোববার একই আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

