Nabadhara
ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শহীদ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা(কচুয়া)বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় শহীদ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শহীদ হাদির সংগ্রামী জীবন ও আত্মত্যাগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. মনজুরুল হক রাহাত। তিনি তার বক্তব্যে শহীদদের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল কবির। তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, শহীদদের আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেষ পর্বে শহীদ হাদির বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।