ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল-এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করি। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ দিনে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখা সম্ভব।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ আয়োজনের মাধ্যমে বড়দিনের আনন্দে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।
এ সময় ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.