ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে হলিধানী বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন সংগ্রাম করেছেন।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দেবেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মুন্সি কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি, জেলা বিএনপি।এছাড়াও হলিধানী ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

