মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (২১ শে ডিসেম্বর) বিকালে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট" রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন, কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ কামাল হোসেন, খেলাফত মজলিসের আব্বাস কাজী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের পুত্র ইফতেখারুল আলম রিপনের পক্ষে তার কর্মী- সমর্থকরা।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কাছ থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন সংগ্রহ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.