জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্যক্রমের আয়োজন করে ইউনিয়ন পরিষদ ও বেসরকারি সংস্থা রূপান্তর।
ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন পরিষদের প্রশাসকের পক্ষে ইউপি সদস্য ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম জুলফিকর আলী।
রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলা কো-অর্ডিনেটর খাইরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করা হয়। এ সময় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে প্রণীত উন্নয়ন পরিকল্পনা সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতির মাধ্যমে উপস্থাপন করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিটি ওয়ার্ডে সৃষ্ট সমস্যাগুলো আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়।
উপস্থিত ইউডিএমসি সদস্যদের সর্বসম্মতিক্রমে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে ইউনিয়নবাসী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় আরও সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.