জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন এডভোকেট আলিফ হোসেন।
রোববার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়নপত্র ক্রয় করেন। আশাশুনি উপজেলায় দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির পক্ষে নিরলসভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসা এডভোকেট আলিফ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার অপর তিনটি সংসদীয় আসন থেকেও জাতীয় পার্টির মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে এডভোকেট মোড়ল জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ আসনে সাবেক সংসদ সদস্য শেখ আশরাফুজ্জামান এবং সাতক্ষীরা-৪ আসনে এডভোকেট শেখ আব্দুর রশিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

