নোয়াখালী প্রতিনিধি
মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি রোধে খেলাধুলাকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কবিরহাট উপজেলার মধ্যম রামেশ্বরপুর এলাকার যুবসমাজ। ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট তারই বাস্তব উদাহরণ।
রোববার সন্ধ্যায় কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মুছাপুর কাবাব হাউস ও চৌধুরী বাজার আবাহনী ক্রীড়া চক্র।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল। অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী মো. জোবায়ের ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোমিত ফয়সাল বলেন, “যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য যুবসমাজকে শিক্ষা-মুখী, খেলাধুলা-মুখী ও শরীরচর্চা-মুখী করে গড়ে তোলা। এ জন্য ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আনোয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ হেলাল উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহিদুল হক জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পারভেজ, সদস্য সচিব আবু জাহের রাসেল, মাইমুনা মার্বেল অ্যান্ড গ্রানাইটের ডিরেক্টর হোসাইন মো. আশিক এবং জামায়াত নেতা আবু ছায়েদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্ণামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার এবং রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকা পুরস্কার।
আয়োজকরা জানান, এই টুর্ণামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া আয়োজন নয়; বরং যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক আন্দোলন।

