দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার সংসদীয় আসন-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৩ সদর আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুষ্টিয়া-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী ও প্রায় একই সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
জেলা রিটার্নিং অফিসারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
এছাড়াও কুষ্টিয়া-৪ আসনে (খোকসা-কুমারখালী) মনোনয়নপত্র সংগ্রহ করেছে গনফোরামের প্রার্থী আব্দুল হাকিম। মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীরা নিজ নিজ আসন থেকে বিজয়ী হওয়ার প্রত্যাশার কথা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.