Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-৪ বিএনপি নেতা ব্যারিস্টার আবিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী।

​মনোনয়নপত্র সংগ্রহের সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ​

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে বলেন, “ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ সুনামগঞ্জ-৪ আসনে অত্যন্ত জনপ্রিয় এবং তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর পিতা এই আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং একজন সৎ ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন।

আমরা আশা করি, দলের হাইকমান্ড মাঠ পর্যায়ের জনপ্রিয়তা এবং ত্যাগ বিবেচনা করে তাঁকে পুনরায় মূল্যায়ন করবেন এবং চূড়ান্ত মনোনয়ন প্রদান করবেন।​

এলাকার সাধারণ ভোটার ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যারিস্টার আবিদের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই সক্রিয়তা সুনামগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন সকলের নজর দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে-দল শেষ পর্যন্ত এই আসনে কাকে ধানের শীষের কান্ডারি হিসেবে বেছে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।